শিরোনাম
২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু
প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১৫:১৪
২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু হয়েছে। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট।


‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।


স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়।


বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট।


অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd বাজেট ডকুমেন্ট পাওয়া যাবে।


এছাড়া www. bangladesh.gov.bd, www.bdpressinform.org, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd এবং www.pmo.gov.bd. এ বাজেট ডকুমেন্ট পাওয়া যাবে। বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইট – www.bssnews.net এ বাজেট ডকুমেন্ট পাওয়া যাবে।


দেশে-বিদেশে যে কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ বাজেট ডকুমেন্ট দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন।


শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com