শিরোনাম
১৯ জেলায় নতুন জেলা প্রশাসক
প্রকাশ : ১১ জুন ২০১৯, ২২:৫৩
১৯ জেলায় নতুন জেলা প্রশাসক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ডিসি নিয়োগ সংক্রান্ত এ আদেশ জারি করা হয়।


নিয়োগপ্রাপ্ত ডিসিদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এস এম তরিকুল ইসলামকে গাজীপুর জেলায়, প্রধানমন্ত্রী কার্যালয়ের আরেক পরিচালক অতুল সরকারকে ফরিদপুর জেলায়, বরগুনার জেলা প্রশাসক কবির মাহমুদকে পাবনা জেলায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম শাহিদা সুলতানাকে গোপালগঞ্জ জেলায়, নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমানকে ময়মনসিংহ জেলায়, পাবনার জেলা প্রশাসক মো. জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জ জেলায়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পিএস মনিরুজ্জামান তালুকদারকে মুন্সিগঞ্জ জেলায়, ঝালকাঠির জেলা প্রশাসক হামিদুল হককে রাজশাহী জেলায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মামুনুর রশিদকে বাগেরহাট জেলায়, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে যশোর জেলায়, নীলফামারীর জেলা প্রশাসক বেগম রাজিয়া শিরিনকে মৌলভীবাজার জেলায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. ফারুক আহমেদকে সিরাজগঞ্জ জেলায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দিলশাদ বেগমকে রাজবাড়ী জেলায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক উপসচিব মো. জোহর আলীকে ঝালকাঠি জেলায়, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এনামুর রহমানের একান্ত সচিব হারুন- অর- রশিদকে নওগাঁ জেলায়, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফরকে লালমনিরহাট জেলায়, ভূমিমন্ত্রীর একান্ত সচিব মো. হাফিজুর রহমান চৌধুরীকে নীলফামারী জেলায়, সমাজকল্যাণমন্ত্রীর একান্ত সচিব আসিফ আহসানকে রংপুর জেলায়, তথ্য ও যোগাযোগ অধিদফতরের উপপরিচালক মোস্তাইন বিল্লাহকে বরগুনা জেলায় প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দেয়া হয়েছে।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com