শিরোনাম
ঈদে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরছেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রকাশ : ০২ জুন ২০১৯, ১৭:০২
ঈদে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরছেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের সঠিক ও যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় এবারের ঈদ যাত্রায় মানুষের কষ্ট লাঘব হয়েছে। ঈদে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরছেন।


রবিবার মাওয়াঘাট এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মাওয়া ঘাটের সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ সকল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন, এবার ঈদে দুর্ভোগের পরিবর্তে আনন্দ মুখর পরিবেশে মানুষ নদী পারাপার হয়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। ফলে এবার মহাসড়কসহ কোথাও যানজট নেই।


তিনি বলেন, সরকারের যথাযথ ব্যবস্থাপনার কারণে কোথাও এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সরকারের সঠিক পরিকল্পনা সব জায়গায় ঈদে মানুষের কষ্ট লাঘব হয়েছে।


উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর মাহবুবুল আলম, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ও লৌহজং থানার ওসি মনির হোসেন।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com