শিরোনাম
অর্থ বরাদ্দ সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিবেচনা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৭:৫৭
অর্থ বরাদ্দ সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিবেচনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বাস্তবতা ও প্রয়োজনীয়তার নিরিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


বুধবার জাতীয় সংসদে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।


শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমান মহাজোট সরকারের গত মেয়াদে ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশিকার সংশোধন কার্যক্রম চূড়ান্ত করা হয়। পরবর্তীতে মন্ত্রণালয় কর্তৃক সংশোধিত বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা এবং সরকার প্রদত্ত জাতীয় বেতন স্কেল ২০১৬ এর আলোকে নির্দেশিকাটি অধিকতর সংশোধনের প্রয়োজন হওয়ায় এটি সংশোধনের জন্য নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ পাওয়ার পর নির্দেশিকাটি শিগগিরই চূড়ান্ত করা হবে।


দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের বেতন সরকারিভাবে নির্ধারণ করে দেয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা বিধানের জন্য সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পরীক্ষাসমূহের ফি সরকার কর্তৃক নির্ধারিত করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে ভর্তি ফি সরকার কর্তৃক নিার্ধারিত করে দেয়া হয়েছে।


ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নেই সেসকল শিক্ষা প্রতিষ্ঠানে চলতি অর্থ-বছরে ভবন নির্মাণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক প্রকল্প প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য সংসদ সদস্যদের কাছ থেকে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও ছয়টি মাদ্রাসার ভবন নির্মাণের জন্য তালিকা সংগ্রহ করা হয়েছে। প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ে পর্যালোচনা করা হচ্ছে।


বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com