শিরোনাম
‘পঞ্চগড় এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৫ মে ২০১৯, ১৯:৩৫
‘পঞ্চগড় এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে স্বল্প বিরতির আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটির উদ্বোধন করা হয়েছে।


শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটি উদ্বোধন করেন।


রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকা এ রেল রুটের দূরত্ব ৫৯৩ কিলোমিটার। যা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দশ ঘণ্টায় অতিক্রম করবে। ট্রেনটি প্রতিদিন দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।


কমলাপুরে পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে। আবার রাত ১২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চগড় পৌঁছাবে।


পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। পঞ্চগড় টু ঢাকা এই নতুন ট্রেনটি পঞ্চগড় স্টেশন থেকে ছেড়ে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পার্বতীপুর যাত্রা বিরতি দিয়ে সোজা ঢাকার বিমানবন্দর স্টেশন হয়ে কমলাপুর স্টেশনে থামবে।


ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে ট্রেনটি।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com