শিরোনাম
'নারীর উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে'
প্রকাশ : ২২ মে ২০১৯, ১৩:১৮
'নারীর উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, নারীদের সম্মান, নারীদের উন্নয়নের ক্ষত্রে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে।


মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নারী শক্তির উদ্যোগে ওমেন এশিয়া ফাণ্ড আয়োজিত সাংবাদিকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন।


মন্ত্রী বলেন, নারীদের অর্থনৈতিক উন্নয়ন করা উপর নির্ভর করবে বাংলাদেশর অর্থনৈতিক উন্নয়ন। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া নারীদের এগিয়ে নেয়া সম্ভব না।


তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা পালন করতে হবে।


এ সময় বিভিন্ন পত্রিকা ও টিভিতে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধে সেরা প্রতিবেদকদের পুরস্কৃত করা হয়।


টিভি রিপোর্টিং এ প্রথম পুরস্কার পেয়েছেন বাংলাভিশনের শারমিন ইব্রাহিম, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নিউজ-২৪ এর শেখ হুমায়ুন কবির সূর্য ও তৃতীয় হয়েছেন মোহনা টিভির নাজনীন লাকি।


পত্রিকায় সেরা প্রতিবেদনের প্রেক্ষিতে প্রথম হয়েছেন দৈনিক যুগান্তরের রিতা ভৌমিক, দ্বিতীয় হয়েছেন দৈনিক ইত্তেফাকের নাসিমা খাতুন ও তৃতীয় হয়েছেন যৌথভাবে দৈনিক অর্থনীতির কাগজের এহছানুল হক খান ও দৈনিক জনকণ্ঠের ওয়াজেদ হীরা।


পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করেন।


বিবার্তা/আকরাম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com