শিরোনাম
ঢাকা-নারায়ণগঞ্জে বিআরটিসি এসি বাস চালু
প্রকাশ : ২২ মে ২০১৯, ১২:২০
ঢাকা-নারায়ণগঞ্জে বিআরটিসি এসি বাস চালু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা থেকে নারায়ণগঞ্জে বিআরটিসির একতলা এসি সিটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে এ রুটে বিআরটিসির ১৫টি বাস চলাচল করবে।


বুধবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু জতীয় স্টেডিয়ামে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বিআরটিসির জন্য ভারতীয় লাইন অফ ক্রেডিট (LOC-2) প্রকল্পে আওতায় ৬০০টি বাস আনা হচ্ছে। এর মধ্যে ৩০০টি বিআরটিসির দোতলা, ১০০টি একতলা এসি সিটি, ১০০টি এসি ইন্টারসিটি ও ১০০টি নন এসি বাস থাকবে।



১০০ একতলা এসি সিটি বাসের মধ্যে ৪৯টি বাস ইতোমধ্যে বিআরটিসি বহরে যোগ হলো। নতুন আমদানি করা প্রতিটি একতলা এসি সিটি বাসের ক্রয় মূল্য ৬৭.১৫ লাখ টাকা।


এ বাস সার্ভিসের রুট হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-হানিফ ফ্লাইওভার-সাইনবোর্ড-চাষাড়া- নারায়ণগঞ্জের মন্ডলপাড়া। এ রুটে ১৮ কি.মি দুরুত্বে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা।


বিবার্তা/আকরাম/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com