শিরোনাম
‘পদ্মা সেতু প্রকল্পের ৬৭ শতাংশ কাজ শেষ’
প্রকাশ : ২০ মে ২০১৯, ১৬:৫৫
‘পদ্মা সেতু প্রকল্পের ৬৭ শতাংশ কাজ শেষ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ৬৭ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


সোমবার রাজধানীর সেতু ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অগ্রগতি, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পের অগ্রগতি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস পিপিপি প্রকল্পের অগ্রগতি নিয়ে এ সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের।


পদ্মা সেতুর অগ্রগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, মূল সেতুর অগ্রগতি ৭৬ শতাংশ, নদী শাসন কাজের অগ্রগতি ৫৫ শতাংশ, সেতুর সাথে সংযোগ সড়কের অগ্রগতি ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। যা প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৭ শতাংশ।
তিনি জানান, পদ্মা সেতুর মোট ২৩৬ টি পাইলের মধ্যে ২৩০টির কাজ সম্পাদিত হয়েছে। অবশিষ্ট ২৬টি পাইলের কাজ চলতি বছর ৫ জুলাইয়ের মধ্যে শেষ হবে।


মোট পিয়ার ৪২টি এর মধ্যে ২৫টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। জুন মাসের মধ্যে আরও ৬টি পিয়ারের কাজ শেষ হবে এবং বাকি ১১টি কাজ চলমান আছে।


মোট স্প্যান ৪১টি। মাওয়া সাইডে এ পর্যন্ত ট্রাস এসেছে ২৩টি। যার মধ্যে ১২টি স্প্যান স্থাপন করা হয়েছে। ফলে এখন ১৮০০ মিটার দৃশ্যমান। আগামী ২১ মে অথবা ২২ মে ১৩তম স্প্যান স্থাপন করা হবে এছাড়া অবশিষ্ট স্প্যান গুলো কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।


মোট ১৩ কিলোমিটার নদী শাসন কাজের মধ্যে তিন কিলোমিটার সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৪ কিলোমিটার কাজ সম্পন্ন হবে।


কর্ণফুলী টানেল প্রকল্পের অগ্রগতি সম্পর্কে যোগাযোগ মন্ত্রী জানান,৩.৪ কিলোমিটার দীর্ঘ চার লেনবিশিষ্ট এ টানেল নির্মাণে ব্যয় হবে ৯৮৮০.৪০ কোটি টাকা। ইতিমধ্যে প্রতিটি ২ মিটার দৈর্ঘ্যের ৮০টি টানেল রিং বসানোর কাজ অর্থাৎ ১৬০ মিটার টানেল খনন কাজ সম্পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি ৩৮ শতাংশ। ২০২২ সালে টানেলটি নির্মাণ কাজ শেষ হবে।


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সেতুমন্ত্রী জানান, এই প্রকল্পের রুট হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাত্রাবাড়ী। মেনলাইনে দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার।


মূল নির্মাণ কাজ: প্রকল্পের ভৌত কাজ এ পর্যন্ত ১ হাজার ৩ শত ৩৩টি পাইল, ৩০০টি পাইল ক্যাপ, ৭৯টি ক্রস বিম, কলাম ১৮৭টি সম্পূর্ণ ও ১৮৬টি আই গার্ডার নির্মাণ সম্পন্ন হয়েছে।


বির্বাতা/আকরাম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com