শিরোনাম
বাংলাদেশের সমুদ্রসীমায় ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ
প্রকাশ : ২০ মে ২০১৯, ১০:২৮
বাংলাদেশের সমুদ্রসীমায় ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে আগামী ৬৫ দিনের জন্য বাংলাদেশের সমুদ্রসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।


সোমবার (২০ মে) থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়ে আগামী ২৩ জুলাই পর্যন্ত বহাল থাকবে।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ও কঠিন আবরণযুক্ত জলজ প্রাণী বসবাসের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা এবং মাছের মজুদ সংরক্ষণ সুষ্ঠু ও সহনশীল আহরণ নিশ্চিত করার লক্ষ্যে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।


এরই ধারাবাহিকতায় এবারো ১০ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ (আইন) অধিশাখা মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে একটি প্রজ্ঞাপন জারি করে।


মৎস্য অধিদফতরের উপপরিচালক সৈয়দা শিরিন সুলতানা বলেন, এই নিষেধাজ্ঞাকালে মৎস্য আহরণকারী যান্ত্রিক-অযান্ত্রিক কোনো ধরনের নৌযান বঙ্গোপসাগরে চলাচল করতে পারবে না।


বিবার্তা/মেহেদী/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com