শিরোনাম
গোমতী ও গোদাগাড়ি নৌরুট খননে দু’দেশের যোগাযোগ বাড়বে
প্রকাশ : ১৬ মে ২০১৯, ১৪:৩৯
গোমতী ও গোদাগাড়ি নৌরুট খননে দু’দেশের যোগাযোগ বাড়বে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুমিল্লা জেলার গোমতী নদী ও রাজশাহীর গোদাগাড়ি নৌরুট খননের সার্ভে করা হয়েছে। টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্ত অনুযাযী এ রুটগুলো খনন করে শিগগিরই চালু করা হবে।এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ আরো বাড়বে।


বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাত করতে এলে প্রতিমন্ত্রী এ কথা বলেন।


আলাপকালে হাইকমিশনার গোমতী নদী, জকিগঞ্জ-আশুগঞ্জ এবং গোদাগাড়ি নৌপথ খনন কাজ সম্পন্ন করার আহবান জানান।


প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে নৌপথে এবং স্থলপথে যোগাযোগ রয়েছে। অনেক স্থানে ভারতীয় অর্থায়নে বিভিন্ন কার্যক্রম চলছে।


এ সময় দিনাজপুরের বিরল এবং ভারতের রাধিকাপুর স্থলবন্দর চালু করার বিষয়েও আলোচনা করা হয়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com