শিরোনাম
সরকারিভাবে হজ যেতে ২০ মে’র মধ্যে নিবন্ধনের আহবান
প্রকাশ : ১৬ মে ২০১৯, ১৩:২৩
সরকারিভাবে হজ যেতে ২০ মে’র মধ্যে নিবন্ধনের আহবান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এ বছর হজ পালনে আগ্রহীদের অবগতির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের কোটা এখনো খালি রয়েছে।


সরকারের এক তথ্য বিবরণীতে বুধবার এ কথা জানানো হয়।


এতে বলা হয়, আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রাক-নিবন্ধনের ভিত্তিতে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।


এতে আরো বলা হয়, যারা ইতোমধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন করেছেন, কিন্তু বেসরকারি এজেন্সির কোটা পূর্ণ হওয়ায় হজে যেতে পারছেন না সে সকল আগ্রহী ব্যক্তিদের কোটা খালি সাপেক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের জন্য আগামী ২০মে’র মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নিকটস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকা আশকোনা হজ অফিস এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। -বাসস


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com