শিরোনাম
রেলের ৫০ শতাংশ টিকিট মিলবে মোবাইল অ্যাপে
প্রকাশ : ১৫ মে ২০১৯, ১৭:১৩
রেলের ৫০ শতাংশ টিকিট মিলবে মোবাইল অ্যাপে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদ উল ফিতরে ট্রেনের ৫০ ভাগ টিকিট মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি হবে। বাকি ৫০ ভাগ স্টেশন কাউন্টারে বিক্রি হবে। আর এ সব টিকিট ২২ মে থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।


বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী।


এ সময় তিনি বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে ৫০ শতাংশ টিকিট বিক্রি না হলে বাকি টিকিটগুলো পরবর্তীতে ঢাকার পাঁচটি কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে স্পেশাল ট্রেনের কোন টিকিট মোবাইল অ্যাপ এ পাওয়া যাবে না।


মন্ত্রী বলেন, কালবাজারে টিকিট বন্ধ করতে একজন যাত্রী ৪ টির বেশি টিকিট কিনতে পারবে না। একই সাথে টিকিট কিনতে লাগবে জাতীয় পরিচয় পত্র।


যেসব জায়গায় পাওয়া যাবে ঈদের অগ্রিম টিকিট:


কমলাপুর থেকে পাওয়া যাবে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট। বিমানবন্দর থেকে পাওয়া যাবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট। তেজগাঁও থেকে পাওয়া যাবে ময়মনসিংহ ও জামালপুরগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকেট। বনানী থেকে পাওয়া যাবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকিট।


ফুলবাড়িয়া পুরাতন রেল ভবন থেকে পাওয়া যাবে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট।


বিবার্তা/আকরাম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com