শিরোনাম
কৃষকের দাবি আদায় না হলে লংমার্চের ঘোষণা ভিপি নুরের
প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৬:৫২
কৃষকের দাবি আদায় না হলে লংমার্চের ঘোষণা ভিপি নুরের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কৃষকের উৎপাদিত ফসলে ন্যায্যমূল্য না দিলে লংমার্চের ঘোষণা দিয়েছে ডাকসুর ভিপি নুরুল হক নুর।


সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত কৃষকের ন্যায্যমূল্য আদায়ের দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।


নুরুল হক নুর বলেন, প্রতিটি জায়গায় দুর্নীতি, অনিয়ম, অবিচার ছড়িয়ে গেছে। আজকে বেকার ছাত্ররা চাকরির দাবিতে রাস্তায়, কৃষকরা তাদের ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায়, আমরা পত্রিকার পাতা খুললেই খুন, ধর্ষণ দেখতে পায়।


তিনি বলেন, উন্নয়নের শুধু ফার্কা বুলি ছড়ানো হচ্ছে। দুই চারটা ওভারব্রিজ করলেই রাস্তার উন্নয়ন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। শুধু পত্রপত্রিকায় কয়েকজন বুদ্ধিজীবী দিয়ে জিডিপি বাড়ছে, জীবন যাত্রারমান উন্নয়ন হচ্ছে। বাস্তবতা কিন্তু ভিন্ন।


ভিপি বলেন, আমাদের দেশের অর্থনীতির যার উপর দাঁড়িয়ে আছে সেই কৃষকরা বছরের পর বছর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। যখনই কোন ঘটনার ও অস্বাভাবিক আকার ধারণ করে, প্রতিবাদ হয়, যখন সেই প্রতিবাদ বিস্ফোরিত আকার ধারণ করে। তখন তড়িঘড়ি করে শো এফ করার জন্য কমিটি গঠন করা হয়। কিন্তু কাজ কিছুই হয় না। কৃষকদের যে দুঃখ দুর্দশা ছিল। যে ভোগান্তি ছিল। তার রয়েই গেছে। কিছুদিন আগে হাওরে বন্যার পানিতে ফসল তলিয়ে গেছে তখন যে ক্ষয়ক্ষতি বা ভর্তুকি দেয়ার কথা ছিল সেই পরিমাণ দেয়া হয়নি।


এ ছাত্র নেতা বলেন, আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি যে, কৃষক যেন যথাযথ মূল্য পায়। সেজন্য প্রয়োজনে একটি তদারকি সেল গঠন করা হোক। আপনাদের যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। তাদের শুধু নিয়োজিত রাখলেই হবে না। তারা কাজ করছে কিনা সেটিও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকারি প্রতিটি সেক্টরে যেখানে একজন লোক প্রয়োজন সেখানে পাঁচ জন নিয়োগ দেয়া হচ্ছে। কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেবা টি পাচ্ছি না।


তিনি আরো বলেন, কৃষকরা হচ্ছে আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। যদি তাদের পণ্যের ন্যায্য মূল্য দেয়া না হয়। তাহলে তারা কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন আমাদেরকে না খেয়ে মরতে হবে।


এছাড়াও তিনি বলেন, কৃষক ভাইয়েরা আপনাদের পাশে ছাত্র সমাজ আছে। আপনারা আপনাদের দাবিতে সোচ্চার হোন। তড়িঘড়ি করে লোক দেখানো নয়, কার্যকর পদক্ষেপ নিন। প্রয়োজনে সরকার ব্যবস্থা না নিলে আমরা লংমার্চের ডাক দিব আপনারা প্রস্তুত থাকেন।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ।


বিবার্তা/আকরাম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com