শিরোনাম
সুইডেন গেলেন বিমান বাহিনী প্রধান
প্রকাশ : ১২ মে ২০১৯, ১৭:২২
সুইডেন গেলেন বিমান বাহিনী প্রধান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চার দিনের এক সরকারি সফরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সুইডেন গমন করেন।


রবিবার তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।


সুইডেনে সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘দি ইন্টারন্যাশনাল ফোরাম ফর মিলিটারি সিমুলেশন, ট্রেনিং এন্ড এডুকেশন কমিউনিটি(আইটিইসি)-২০১৯’ এ অংশগ্রহণ করবেন।


উল্লেখ্য, আইটিইসি একটি বাৎসরিক ফোরাম যেখানে সামরিক, শিক্ষা এবং একাডেমিয়া প্রতিনিধি আন্তর্জাতিক প্রশিক্ষণ, শিক্ষা ও সিমুলেশন সেক্টর সম্পর্কিত জ্ঞান শেয়ার করেন। এখানে নব প্রবর্তিত বস্তু উপস্থাপনসহ ভবিষ্যতে সামরিক প্রশিক্ষণ এবং সিমুলেশনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে।


আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনী প্রধান সুইডেনে অবস্থানকালে সুইডিশ আর্মড ফোর্সেস ও সুইডিশ এয়ার ফোর্স-এর সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। বিমান বাহিনী প্রধানের সুইডেন সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com