শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের কাম প্রহরীদের মানববন্ধন
প্রকাশ : ১২ মে ২০১৯, ১৪:০৯
প্রাথমিক বিদ্যালয়ের কাম প্রহরীদের মানববন্ধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা।


রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির আয়োজনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।


বক্তারা বলেন, আমাদের ২৪ ঘণ্টা ডিউটি করতে হয়। আমাদের বছরে কোনো ছুটি নেই। এমনকি সাপ্তাহিক ছুটিও পাওয়া যায় না। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ২৪ ঘণ্টা ডিউটি থেকে ১৬ ঘণ্টা কমিয়ে ৮ ঘণ্টা নির্ধারণ করতে হবে। নৈমিত্তিক ছুটির ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট, শিক্ষা ভাতা, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও অন্যান্য দাবি তুলে ধরেন।


মানববন্ধনে সারা দেশে প্রায় ৩৭ হাজার পরিবারের কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় নিয়োগপ্রাপ্ত দপ্তরী কাম প্রহরীদের এক দফা দাবী চাকুরী জাতীয়করণের দাবী জানানো হয়।


প্রাথমিক বিদ্যালয় নিয়োগপ্রাপ্ত দফতরি কাম প্রহরীদের এক দফা দাবী চাকুরী জাতীয়করণের ঘোষণা না দিলে অবস্থান ধর্মঘট কর্মসূচি চলবে বলেও জানান তারা।


এ সময় 'শিক্ষা দিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ'সহ নানা স্লোগান দিতে থাকে মানববন্ধনে অংশ নেয়া নেতা-কমীনেতা-কর্মীরা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির সদস্যবৃন্দ।


বিবার্তা/আকরাম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com