শিরোনাম
৫ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন
প্রকাশ : ১১ মে ২০১৯, ১৩:৪৮
৫ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।


শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এই মানববন্ধন পালন করে।


মানববন্ধনে ৫ দফা দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম।


দাবিগুলো হলো টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃষ্টি করা, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনের আলোকে ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন করা, স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ সংশোধন ও মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নতিকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং মেডিকেল টেকনোলজি কোর্স পূর্বের ন্যায় চার বছরে বহাল রাখা।


মানববন্ধনে মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেখ সাদী রিপন সরকার পল্লব, শফিক উদ্দিন, আব্দুল জলিল, সেলিম রেয়াসহ আরো অনেকে।


বিবার্তা/আকরাম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com