শিরোনাম
বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সোমবার শুরু
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ২২:২২
বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সোমবার শুরু
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সোমবার দিল্লিতে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। দুই দিনের এই বৈঠকে দুই দেশের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্তে পাচার রোধসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।


বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রসচিব মোজ্জামেল হক খান ও ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির স্বরাষ্ট্রসচিব রাজীব মেহরিষি।


১ জুলাই ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর এই প্রথম দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে চলেছে। স্বাভাবিকভাবেই এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে সীমান্ত নাশকতা কমানো, অনুপ্রবেশ, জাল নোট, গবাদি পশু, মানব পাচার রোধের পাশাপাশি প্রধান আলোচ্য বিষয় হতে সন্ত্রাসবাদ প্রসঙ্গটি।


ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা যায়, উপমহাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) তৎপরতা বৃদ্ধি, সাম্প্রতিককালে বাংলাদেশ ও ভারতের কয়েকটি রাজ্যে জেহাদি সংগঠনের উপস্থিতি এবং তা দমন করতে কী ধরনের পদক্ষেপ নেয়া দরকার-প্রধানত সেই সব বিষয়েই দুই পক্ষের মধ্যে মতবিনিময় হবে।


গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের সম্ভাবনা রয়েছে। মুম্বাইভিত্তিক ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে গুলশান হামলায় জড়িত জঙ্গিদেরকে উদ্বুদ্ধ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারত সরকার।


বাংলাদেশ সরকার ইতিমধ্যেই তাঁর পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে। যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ করা হয়েছে জাকির নায়েককে। যদিও ভারতীয় পুলিশের আটক হওয়ার ভয়ে এই মুহূর্তে সৌদিতে অবস্থান করছে জাকির নায়েক।


ভারতের মাটিতে লুকিয়ে থাকা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি এবং যুদ্ধাপরাধীদের ধরতেও বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ওপর চাপ সৃষ্টি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।


বিবার্তা/ডিডি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com