শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালে যোগ দিলেন বাবুল আক্তার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪০
আদ-দ্বীন হাসপাতালে যোগ দিলেন বাবুল আক্তার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বেসরকারি আদ-দ্বীন হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্বশুর মোশাররফ হোসেন।


মোশাররফ হোসেন জানান, গত ১ নভেম্বর থেকে এই হাসপাতালটিতে বাবুল আক্তার নিয়মিত অফিস করছেন। তবে আদ-দ্বীন হাসপাতালের কোন শাখায় বাবুল আক্তার কাজ শুরু করেছেন সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।


উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রামে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ছেলেকে স্কুলবাসে তুলে দিতে নগরীর জিইসি মোড়ের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে তাকে।

 

ঘটনার দিন মিতুর স্বামী বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। তিনি আগে চট্টগ্রাম মহানগর পুলিশে দায়িত্ব পালন করেছেন। স্ত্রী হত্যাকাণ্ডের আগে এসপি পদে পদোন্নতি পেয়ে তিনি ঢাকায় পুলিশ সদর দপ্তরে আসেন। ওই দম্পতির সাত বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সী একটি মেয়ে আছে।

 

মিতু হত্যার পর নানা নাটকীয়তার পর বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইলিয়াস হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়।

 

বিবার্তা/আছিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com