শিরোনাম
সম্ভাব্যতা যাচাই করে থাইল্যান্ডে ইলিশ রপ্তানি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৬:০৪
সম্ভাব্যতা যাচাই করে থাইল্যান্ডে ইলিশ রপ্তানি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ডের আগ্রহের কথা বিবেচনা করে সম্ভাব্যতা যাচাইয়ের পর ইলিশ রপ্তানিতে সম্মতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। বুধবার মন্ত্রীর দফতরে বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এমএস প্যানপিমন সুয়ান্নাপঙ্গেজ দ্বিপাক্ষিক বৈঠককালে ইলিশ আমদানিতে ব্যাপক আগ্রহ দেখালে মন্ত্রী তাতে সম্মতি দেন।


বৈঠকে থাই রাষ্ট্রদূত বাংলাদেশের মন্ত্রীকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি সেদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতসমূহ পরিদর্শনের অনুরোধ জানান।


পরিদর্শনের মাধ্যমে থাইল্যান্ড থেকে বাংলাদেশের কিছু গ্রহণ করার থাকলে বাংলাদেশ তা গ্রহণ করবে এবং থাইল্যান্ডও এসব খাতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কিছু গ্রহণ করতে আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত।


মৎস্যমন্ত্রী, রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনসহ মৎস্যখাতের অবস্থা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন এবং থাইল্যান্ডের সহায়তা কামনা করেন। থাইল্যান্ড বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।


বিবার্তা/ রাসেল/পলাশ/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com