শিরোনাম
বাংলাদেশের ওষুধ-চিকিৎসক নিতে চায় ভুটান
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৯, ২০:০৩
বাংলাদেশের ওষুধ-চিকিৎসক নিতে চায় ভুটান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ থেকে আরো ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসক নিতে আগ্রহ প্রকাশ করেছে ভুটান।


শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হোটেল স্যুটে সাক্ষাৎকালে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এ আগ্রহের কথা ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।


বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, উভয় দেশ স্বাস্থ্য সেক্টরে সহযোগিতা বৃদ্ধি করতে এক সঙ্গে কাজ করতে পারে।


বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজে ভুটানের শিক্ষার্থীদের জন্য কোটা বাড়াতে অনুরোধের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন সরকার সেদেশের মেডিকেল শিক্ষার্থীদের জন্য আরো ৫ টি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।


পরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই একই ভেনুতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।


ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই মন্ত্রীর পৃথক বৈঠকে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।


বিবার্তা/খলিল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com