শিরোনাম
পুরুষতন্ত্র অপব্যাখ্যা দিয়ে নারীর অগ্রগতিতে বাধা: শিক্ষামন্ত্রী
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৯, ১৮:১৮
পুরুষতন্ত্র অপব্যাখ্যা দিয়ে নারীর অগ্রগতিতে বাধা: শিক্ষামন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইসলামের সঙ্গে নারী অগ্রগতির কোনো সংঘর্ষ নেই। কিন্তু পুরুষতন্ত্র অপব্যাখ্যা দিয়ে নারীর অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।


শুক্রবার বাংলা একাডেমিতে দু’দিনব্যাপী ওয়াও উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল উদ্বোধন শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি এবং ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যাড্রিউ নিউটন। সবার জন্য উন্মুক্ত এ আয়োজন। শনিবার পর্যন্ত চলবে সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।


শিক্ষামন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রায় নারীদের অবদান অসামান্য। বাংলাদেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে নারী। সারা বিশ্বেই নারী এগিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও নারীর অগ্রযাত্রায় কিছু প্রতিকূলতা আছে। এসব প্রতিকূলতার অন্যতম কারণ ধর্মীয় অপব্যাখ্যা। নারীদের প্রতিবন্ধকতা দূর করতে পুরুষদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে তৃণমূলের নারীদের সংগ্রাম ও সাফল্যের গল্প উঠে আসবে বলে আশা করছি।
ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি বলেন, নারীদের প্রতিনিয়ত সম্মুখীন হওয়া সমস্যাগুলোই তুলে আনে ওয়াও ফেস্টিভ্যাল। এ উৎসব দেখাতে চায় কীভাবে একসঙ্গে সমস্যাগুলো মোকাবিলা করা যায়। আমরা এর মাধ্যমে সমমনা সবার সঙ্গে এক কণ্ঠে আওয়াজ তুলে সুযোগ তৈরি করে দিতে চাই।


ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যাড্রিউ নিউটন বলেন, এ উৎসব কেবল শুরু। ভবিষ্যতে এ ধরনের প্রচুর আয়োজন করা হবে। নারীদের দ্বারা পরিচালিত বিশ্বব্যাপী সর্ববৃহৎ উৎসব ওয়াও ফেস্টিভ্যাল। বিশ্বব্যাপী পাঁচটি মহাদেশে অনুষ্ঠিত হয় এটি। বাংলা একাডেমিতে দু’দিনের এ উৎসবে নারীর বিরুদ্ধে সহিংসতা, পুরুষ ও নারীবাদের মতো বিষয়ের উপর প্যানেল আলোচন অনুষ্ঠিত হবে।


সমাজের বিভিন্ন স্তরের নারীদের বাস্তবতা, নিজেদের বিভিন্ন বাধা প্রতিকূলতার উপর কর্মশালা হবে এই ফেস্টিভ্যালে। এছাড়া নারী উদ্যোক্তাদের পরিচালিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী হবে বাংলা একেডেমি প্রাঙ্গণজুড়ে।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com