শিরোনাম
২৪ এপ্রিল বসছে সংসদের দ্বিতীয় অধিবেশন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৯, ১৮:৫০
২৪ এপ্রিল বসছে সংসদের দ্বিতীয় অধিবেশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলমান একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে ২৪ এপ্রিল। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন বসবে।


রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ এক আদেশের মাধ্যমে এ অধিবেশন আহ্বান করেন।


অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। সংসদ শুরুর দিন এ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।


এর আগে সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু হয়েছিল। ২৬ কার্যদিবস চলার পর ১১ মার্চ অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে পাঁচটি বিল পাস হয়।


সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com