শিরোনাম
১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে
প্রকাশ : ২৭ মার্চ ২০১৯, ১৬:১৪
১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ১০০ সদস্যের বাংলাদেশের একটি যুব প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে।


বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতদিনের ভারত সফরে এই প্রতিনিধিদলটি নয়াদিল্লি, আগ্রা ও হায়দরাবাদ ভ্রমণ করবে।


প্রতিনিধি দলটি ভারতের বিভিন্ন শিক্ষা, ব্যবসা, তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বিশিষ্ট সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান এবং ব্যবসায়িক কেন্দ্রসমূহ পরিদর্শন করবে।


২০১৯ সালের সদস্যদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশার ৪০ জন নারী ও ৬০ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডাক্তার, শিল্পী, ক্রীড়াবিদ, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, মানবিক ও বিজ্ঞান ছাত্র, সমাজকর্মী।


ভারত সফর উপলক্ষে বুধবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ যুব প্রতিনিধি দলের উদ্দেশে বক্তব্য রাখেন।


এতে বাংলাদেশ ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ।


এ বছর সপ্তম যুব প্রতিনিধি দল ভারত সফর করবে। ২০১২ সালে প্রথম যুব প্রতিনিধি দল ভারত সফর করে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com