শিরোনাম
সাড়ে সাতশত বগি ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত: রেলমন্ত্রী
প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ১৫:১২
সাড়ে সাতশত বগি ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত: রেলমন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরে দুই শত এবং আগামী বছরে আরো সাড়ে পাঁচশত আধুনিক ট্রেনের বগি ক্রয় করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।


শুক্রবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।


রেলমন্ত্রী বলেন, দুই বছরে সাড়ে শত ট্রেনের আধুনিক বগি ক্রয় করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব কোচ সংযোজন হলে রেলওয়েতে অব্যবস্থাপনা থাকবে না। রেলের অব্যবস্থাপনা সনাক্ত করতে পরিদর্শন শুরু হয়েছে।


রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যোগাযোগ ব্যবস্থাকে আরো দ্রুত ও আধুনিক করতে রেলকে ঢেলে সাজানের মহাপরিকল্পনা নেয়া হয়েছে। বন্ধ থাকা সকল রেল লাইন চালু করা হবে।


তিনি বলেন, রেলের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেয়া হবে। লালমনিরহাটের মোঘলহাটসহ দেশের সকল বন্ধ রেল লাইনগুলো সংস্কার করে দ্রুত চালু করা হবে। এর অংশ হিসেবে ইতোমধ্যে মিটার গেজ লাইনে ব্রডগেজ সংযোজন করে ডুয়েল গেজ করা হচ্ছে। যাতে দুই ধরনের ট্রেন চালানো যায়।


সাংবাদিকদের সাথে রসিকতা করে মন্ত্রী বলেন, এতোদিন রেলমন্ত্রী পূর্বাঞ্চলে ছিল; এখন পশ্চিম অঞ্চলে এসেছে। তাই পশ্চিম অঞ্চলের অবহেলিত রেলের উন্নয়ন করা হবে।


রেলমন্ত্রী দুই দিনের সফরে সকাল সাড়ে ৯টায় লালমনি এক্সপ্রেস ট্রেন লালমনিরহাট রেলস্টেশনে পৌঁছেন।


বিবার্তা/জিন্না/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com