শিরোনাম
‘সমবায় ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব’
প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৭:৩৮
‘সমবায় ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সমবায় ব্যবস্থার মাধ্যমে দেশের বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।


বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ সমবায় ভবনে সমবায় অধিদপ্তরের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তাজুল ইসলাম বলেন, দেশ থেকে সমবায় ধারণা নিয়ে এশিয়ার কয়েকটি দেশ একে যথেষ্ট কার্যকরী ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় এক লাখ ৭৬ হাজার সমবায় সমিতির সাথে প্রায় এক কোটি আট লাখ লোক জড়িত। কাজেই বৃহৎ এ জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রাখতে সমবায় ব্যবস্থা অবদান রাখতে পারে। তিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে সমবায় পদ্ধতির অপব্যবহার রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।


সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রমুখ।


পরিদর্শনকালে মন্ত্রী সমবায় অধিদফতরের লাইব্রেরি ঘুরে দেখেন ও লাইব্রেরী সংলগ্ন বঙ্গবন্ধু কর্নারের ফলক উন্মোচন করেন।


বিবার্তা/খলিল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com