শিরোনাম
বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে: প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:৫৫
বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে: প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্ব মন্দার সময় আমরা সরকার গঠন করলেও আজকে যথেষ্ট অগ্রগতি করতে সক্ষম হয়েছি। সারা বিশ্ব এখন বাংলাদেশের প্রশংসা করছে। বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক জানতে চায়।’


বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের চতুর্থ সভায় তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলাম ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবো। ইতোমধ্যে আমরা অনেক অর্জন করেছি।’


তিনি বলেন, বাংলাদেশের এ উন্নতিতে সবাই জানতে চায় আমাদের উন্নয়নের ‘ম্যাজিক’ কি? অনেকে জিজ্ঞেস করেন উন্নয়নটা আপনারা করলেন কিভাবে? তখন আমি বলি- একটাই ম্যাজিক, সেটা হলো দেশকে ভালোবাসা আর দেশের মানুষের কল্যাণে কাজ করা।’


এ সময় সবাইকে নিজ নিজ জায়গা থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতা ভোগ বা নিজের ভাগ্য গড়ার জন্য না। দেশের মানুষের ভাগ্য গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি বলেই সাফল্য আনতে পারছি।’


তিনি আরও বলেন, ‘এক সময় বাংলাদেশকে অবহেলার চোখে দেখা হতো। ভাবতো বাংলাদেশ মানে সবার কাছে হাত পাতা আর ভিক্ষা চাওয়া। কিন্তু এখন আর বাংলাদেশকে কেউ সেভাবে চিন্তা করে না।’


প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যে কিছু করতে পারে ইতিমধ্যে এটা আমরা প্রমাণ করেছি। আমাদের যে ইমেজ গড়ে উঠেছে সেটাকে ধরে রাখতে হবে। তাই উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে আহ্বান জানাচ্ছি।’


এমডিজির মতো এসডিজিও সফলভাবে বাস্তবায়নের আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘যেকোনো উন্নয়নই আমরা করি না কেন সেটা যেন টেকসই হয়। সেটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com