শিরোনাম
‘কেমিক্যাল গুদাম সরানো কোনো বাধাই বন্ধ করতে পারবে না’
প্রকাশ : ০৩ মার্চ ২০১৯, ১৪:৫৮
‘কেমিক্যাল গুদাম সরানো কোনো বাধাই বন্ধ করতে পারবে না’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর চকবাজারের কেমিক্যাল গুদাম সরানোর কাজ কোনো বাধাতেই থেমে থাকবে না ।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিরিয়াস। এরইমধ্যে তিনি একটি দিক-নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছে। কোনো বাধাই কেমিক্যাল গুদাম উচ্ছেদ বন্ধ করতে পারবে না।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটি নীতিমালা তৈরির কাজ করছি। সরকারের এই কার্যক্রমে যারা বাধা দিচ্ছে, নিশ্চয়ই তাদের একদিন ভুল ভাঙবে এবং তারাই এই কাজে সরকারকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণের মেয়র যে সহযোগিতা চাইবেন সরকারের পক্ষ থেকে তা করা হবে। ঢাকা শহরকে তিনি কিভাবে সাজাবেন এটা তার বিষয়। এখানে তার সিদ্ধান্তই চূড়ান্ত।


এদিকে শনিবার রাজধানীর বকশিবাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছেন গুদাম ও বাড়ির মালিকরা। তাদের বিক্ষোভের মুখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) টাস্কফোর্স অভিযান স্থগিত করতে বাধ্য হয়।


পরে বেলা আড়াইটার দিকে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান পুনরায় শুরু হয়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com