শিরোনাম
অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে : ইসি সচিব
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩
অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে : ইসি সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির (উত্তর ও দক্ষিণ) সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে নির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে ৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে।


বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


ইসি সচিব বলেন, শুধু ঢাকায় নয়, পটুয়াখালী ও আমতলী পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। সেখানেও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ কোথাও কোনো কেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি।


ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকার বিষয়ে তিনি বলেন, মেয়র পদে উপ-নির্বাচনে বড় কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে যেসব কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট হয়েছে সেখানে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল।


উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com