শিরোনাম
চকবাজারের আগুনে দগ্ধদের দেখতে যাবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫০
চকবাজারের আগুনে দগ্ধদের দেখতে যাবেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে শনিবার ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত রোগীদের খোঁজ-খবর নিতে যাবেন।


এর আগে আগুনে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে যথাযথ কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।


বুধবার রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬৭ জন পুড়ে মারা গেছে। এছাড়াও আরো অনেকেই দগ্ধ হয়েছেন।


দগ্ধ নয়জনই আশঙ্কজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com