শিরোনাম
মঙ্গলবার আখেরি মোনাজাত
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৯
মঙ্গলবার আখেরি মোনাজাত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে রবিবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে মাওলানা সাদ অনুসারীদের ব্যবস্থাপনায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ইজতেমার মাঠ গোছানোর সময়ের স্বল্পতার কারণে দ্বিতীয় পর্যায়ের ইজতেমার সময় একদিন বাড়ানো হয়েছে।


ফলে এ পর্যায়ের আখেরি মোনাজাত পূর্ব নির্ধারিত সোমবারের পরিবর্তে একদিন পিছিয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হবে। গাজীপুর জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।


গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির সাংবাদিকদের বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে মাওলানা সাদ কান্ধলভী পক্ষের স্থানীয় মুরুব্বিরা সরকারের কাছে এক দিন সময় বেশি চেয়ে আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিন বাড়ানো হয়েছে। তাই ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।’


দ্বিতীয় পর্বের প্রথম দিনে রবিবার তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা ময়দানে লাখ-লাখ মুসল্লির উদ্দেশে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান। সকাল সোয়া ৬টায় ভারতের মাওলানা ইকবাল হাফিজের আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের ইজতেমা শুরু হয়।


উর্দুতে করা ওই বয়ানটি বাংলায় তরজমা করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা আব্দুল্লাহ মুনসুর। বয়ান শুরুর কিছুক্ষণ পরই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। বৃষ্টি আর কনকনে শীত উপেক্ষা করেই মুসল্লিরা মাঠে বয়ান শুনেন।


এর আগে গত শনিবার প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com