শিরোনাম
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, পাকিস্তানের হাইকমিশনারকে তলব
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, পাকিস্তানের হাইকমিশনারকে তলব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশকে নিয়ে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


মঙ্গলবার পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানায় বাংলাদেশ।


এ দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ অনুবিভাগের মহা-পরিচালক তারিক মোহাম্মদ পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেন। পরে তার হাতে তীব্র প্রতিবাদের একটি নোট ভারবাল হস্তান্তর করা হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করি। পরে আমরা তার কাছে জানতে চাই, তাদের সরকারি ওয়েবসাইটে যে কেউ যেকোনো কমেন্ট করতে পারে কিনা; এসব সেন্সর করার কেউ আছে কিনা।


জবাবে পাকিস্তানের হাইকমিশনার জানান, বিষয়টি তারা সদর দফতরকে জানাবেন।


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com