শিরোনাম
'২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭২২১'
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:১৫
'২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭২২১'
ছবি: ইউএনবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৮ সালে সারাদেশে পাঁচ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় সাত হাজার ২২১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন।


শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান প্রকাশ করেছে 'বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি'।


সমিতির দেয়া তথ্যমতে, গত বছর ৩৭০টি ট্রেন দুর্ঘটনায় ৩২৪ জন নিহত এবং ২৪৮ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে বিভিন্ন দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ২৩০ জন আহত এবং ৩২৭ জন নিখোঁজ হন। একই সময়ে ৫টি বিমান বিধ্বস্তের ঘটনায় ৫৫ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।


এই পরিসংখ্যান স্থানীয়, আঞ্চলিক, এবং অনলাইন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।


সড়ক দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং, ত্রুটিপূর্ণভাবে রাস্তা নির্মাণ, ফিটনেস ছাড়া যানবাহন চলাচলকে চিহ্নিত করেছে 'বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি'।


সূত্র: ইউএনবি


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com