শিরোনাম
শিল্পীসহ ৬ জনকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ২০:৩২
শিল্পীসহ ৬ জনকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

লোকসঙ্গীত শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়া এবং সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ন পালসহ (নিখিল পাল) ছয় ব্যক্তি ও পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এক কোটি ২৬ লাখ টাকার চেক হস্তান্তর করেন।


সৈয়দ গোলাম আম্বিয়া বাংলাদেশ টেলিভিশনের একজন সঙ্গীত পরিচালকও। তার ক্যান্সারের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে চিকিৎসা এবং পারিবারিক ব্যয় বহনের জন্য নিখিল পালকে ৩০ লাখ টাকা দেয়া হয়।


জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী।


জহিরুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস পরিবারের ভরণ-পোষণের জন্য প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদানের চেক গ্রহণ করেন। পাশাপাশি, চিকিৎসা ব্যয় মেটানো জন্য আরও তিন ব্যক্তিকে ৬১ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।


সূত্র: ইউএনবি


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com