শিরোনাম
বর্তমান শিক্ষাব্যবস্থা দিয়ে স্বপ্ন পূরণ অসম্ভব: অর্থমন্ত্রী
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:২৭
বর্তমান শিক্ষাব্যবস্থা দিয়ে স্বপ্ন পূরণ অসম্ভব: অর্থমন্ত্রী
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থার মাধ্যমে ২০৪১ সালের স্বপ্ন পূরণ অসম্ভব। ২০৪১ সালে আমরা ধনী দেশের কাতারে যাব। সেজন্য বর্তমান শিক্ষাব্যবস্থার পরির্বতন করতে হবে।


বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কনফারেন্স কক্ষে ‘সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা ও নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে স্বাগতম’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান শিক্ষা কাঠামো দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রত্যাশা, তা পূরণ সম্ভব নয়। এ শিক্ষাব্যবস্থা টেকনোলজি নির্ভর নয়। এই শিক্ষাব্যবস্থা দিয়ে বর্তমান ও আগামীর চাহিদা পূরণ অসম্ভব। এজন্য শিক্ষাব্যবস্থা ব্যাপক সংস্কার প্রয়োজন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।


বিবার্তা/জাবেদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com