শিরোনাম
বিশ্ব ইজতেমা ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ১৭:৫৬
বিশ্ব ইজতেমা ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তাবলীগ জামাতের দু’পক্ষের দ্বন্দ্ব নিরসনের পর এবার সর্বসম্মতিক্রমে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। উভয় পক্ষের মুরব্বিদের পরামর্শ মোতাবেক টঙ্গি ময়দানে আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এক দফায় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাবলীগ জামাতের উভয় পক্ষের মুরব্বিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাবলীগ জামাতের দ্বন্দ্ব নিরসনে বিবদমান দুই পক্ষকে এক করা হয়। ফেব্রুয়ারি মাসে দুই পক্ষ এক হয়ে ইজতেমা করার ব্যাপারেও একমত হয়।


বিবার্তা/জাবেদ/কামরুল


<<বিবাদের অবসান, ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com