শিরোনাম
জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১২:৪১
জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছান।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতিসহ বিভিন্ন নথি, প্রকল্প ও ১০০ দিনের কর্মসূচি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনাও দেবেন তিনি।


জানা যায়, নিজের মন্ত্রণালয় ও বিভাগ ছাড়াও পর্যায়ক্রমে প্রতিটি মন্ত্রণালয়ই পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিয়ে প্রতিটি মন্ত্রণালয় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করছে। সেসব কর্মসূচিসহ মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রমের খোঁজখবরও নেবেন তিনি।


এর আগে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com