শিরোনাম
টেকনোক্র্যাট মন্ত্রী মোস্তাফা-ইয়াফেস, প্রতিমন্ত্রী আব্দুল্লাহ
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ২০:৪৮
টেকনোক্র্যাট মন্ত্রী মোস্তাফা-ইয়াফেস, প্রতিমন্ত্রী আব্দুল্লাহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিচ্ছেন সোমবার। প্রধানমন্ত্রী ছাড়া এবার মন্ত্রী হয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ এবং উপ-মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনজন।


মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রবিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।


নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হননি বা নির্বাচিত ছাড়া টেকনোক্র্যাট কোটায় এই সংসদে তিনজনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী রাখা হয়েছে। এর মধ্যে মন্ত্রী দুইজন আর একজন হলেন প্রতিমন্ত্রী।


টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে মোস্তাফা জব্বার পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। দশম সংসদেও তিনি ওই মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন। এছাড়া স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন।


প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জনের মধ্যে টেকনোক্র্যাটে প্রতিমন্ত্রী হয়েছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।


প্রসঙ্গত, একটি মন্ত্রিসভায় মন্ত্রী যতজন হবেন তার ১০ ভাগের ১ ভাগ নিয়ে গঠিত হয় টেকনোক্র্যাট কোটা। এই কোটায় সংসদ সদস্য নন এমন যে কাউকে মন্ত্রিত্ব দিতে পারেন প্রধানমন্ত্রী।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com