শিরোনাম
মন্ত্রিসভায় আট আইনজীবী
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:১৩
মন্ত্রিসভায় আট আইনজীবী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আটজন আইনজীবী। তাদের মধ্যে পাঁচজন পূর্ণমন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী এবং একজন উপমন্ত্রী।


আট আইনজীবীর মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), আনিসুল হক (আইন মন্ত্রণালয়), ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম (গণপূর্ত মন্ত্রণালয়) এবং নুরুল ইসলাম সুজন (রেলপথ মন্ত্রণালয়)।


প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়) এবং মাহবুব আলী (বিমান মন্ত্রণালয়)।


এছাড়া উপমন্ত্রী হতে যাচ্ছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা মন্ত্রণালয়)।


উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ২৭ জন আইনজীবী। তারা হলেন–


নাটোর-৩: জুনাইদ আহমেদ পলক, চাঁদপুর-৩: ডা. দীপু মনি, পি‌রোজপুর-১: শ ম রেজাউল করিম, পটুয়াখালী-১: শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৮: জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, বরগুনা-১: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ব্রাহ্মণবাড়িয়া-৪: আনিসুল হক, ময়মনসিংহ-৬: মোসলেম উদ্দিন, হবিগঞ্জ-২: আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৩: মো. আবু জাহির, হবিগঞ্জ-৪: মাহবুব আলী, চট্টগ্রাম-৯: মহিবুল হাসান চৌধুরী নওফেল, গাইবান্ধা-৫: ফজলে রাব্বি মিয়া, কুমিল্লা-৫: আবদুল মতিন খসরু, পঞ্চগড়-২: নূরুল ইসলাম সুজন, মাগুরা-১: সাইফুজ্জামান শিখর, ঢাকা-২: কামরুল ইসলাম, ঢাকা-১০: শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১৮: সাহারা খাতুন, মুন্সিগঞ্জ-৩: মৃণাল কান্তি দাস, রংপুর-৬: শিরীন শারমিন চৌধুরী, গাজীপুর-১: আ. ক. ম. মোজাম্মেল হক, বগুড়া-৩: নুরুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ-৩: মুজিবুল হক চুন্নু, চট্টগ্রাম-৫: আনিসুল ইসলাম মাহমুদ, গাইবান্ধা-১: শামীম হায়দার পাটোয়ারী এবং সুনামগঞ্জ-৪: পীর ফজলুর রহমান।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com