শিরোনাম
বাদ পড়লেন যারা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ১৭:১৫
বাদ পড়লেন যারা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন মন্ত্রিসভার শপথ সোমবার। রবিবার সকালেই সচিবালয় থেকে ফোন পেয়েছেন নতুন সরকারের নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। দুপুরে প্রকাশিত হয়েছে তাদের নাম ও দফতর।


এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় রয়েছে নতুন-পুরান ৪৬ জনের নাম। এদের মধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী থাকছেন ৩ জন। একমাত্র মোস্তফা জব্বার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। তবে পুরনো মন্ত্রিসভার অনেকেই এবার ডাক পাননি।


এরা হলেন-তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, শাহজাহান খান, আবুল মাল আবদুল মুহিত, সৈয়দ আশরাফুল ইসলাম (সদ্য প্রয়াত), আসাদুজ্জামান নূর, নুরুল ইসলাম নাহিদ, এ এইচ মাহমুদ আলী, আনোয়ার হোসেন মঞ্জু,তারানা হালিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুজিবুল হক, আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, (জাতীয় পার্টি), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, শাহজাহান কামাল, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, ইঞ্জিনিয়ার মোশাররফ, খন্দকার মোশাররফ, নারায়ণ চন্দ্র চন্দ, শামসুর রহমান শরীফ, এমাজ উদ্দিন প্রামাণিক, মেহের আফরোজ চুমকি, আরিফ খান জয়, বীরেন শিকাদার, মুজিবুল হক চুন্নু, কাজী কেরামত আলী, মীর্জা আজম, মশিউর রহমান রাংগা (জাতীয় পার্টি), ইসমত আরা সাদেক, লে.কর্নেল নজরুল ইসলাম হিরু, মোস্তাফিজার রহমান ফিজার, মতিউর রহমান, নুরুল ইসলাম বিএসসি, সায়েদুল হক।


এরমধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম ও সায়েদুল হক মারা গেছেন।


বিবার্তা/মৌসুমী/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com