শিরোনাম
৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর পোস্টার সরানোর নির্দেশ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৯, ১২:৩৬
৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর পোস্টার সরানোর নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার এলাকার সমস্ত ওয়ার্ড থেকে সব নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন।


রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বুধবার নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ নির্দেশ দেন।


খোকন বলেন, আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীদের ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এ সময়ে মধ্যে সব ধরণের নির্বাচনী পোস্টার, ফেস্টুন, ব্যানার অপসারণের জন্য সহযোগিতা করবেন।


তিনি বলেন, আশা করি এ সময়ের মধ্যে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারবো।


নির্বাচনী পোস্টার, ফেস্টুন, ব্যানার অপসারণে আজ থেকে দক্ষিণ সিটির ৫৭টি এলাকায় একযোগে কাজ শুরু হয়েছে।


৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই রাজধানীর অলি-গলি থেকে শুরু করে ফুটওভার ব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেয়ালসহ সবখানেই ছেয়ে আছে নির্বাচনের পোস্টার আর ব্যানারে।


এদিকে রাজধানীর বাড্ডার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা পোস্টার অপসারণের কাজে নেমেছে। অলি-গলির ভেতরের এসব পোস্টার অপসারণ করছেন তারা।


উত্তর সিটির ৩৬টি ওয়ার্ডে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের কাজও শুরু হয়েছে আজ।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com