শিরোনাম
কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:১৭
কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯টি আসনের প্রায় সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও সরঞ্জাম পৌঁছানো হয়েছে। শনিবার সকাল থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই কার্যক্রম শুরু হয়।


এরই মধ্যে অনেক কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছে গেছে। কিছু কিছু কেন্দ্রে বাকি থাকলেও সন্ধ্যার মধ্যে প্রায় সব কেন্দ্রে সামগ্রী পৌঁছে যায়।


আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরাও ভাগ ভাগ হয়ে প্রতিটি কেন্দ্রে অবস্থান করছেন।



বিভিন্ন জেলা থেকে বিবার্তার প্রতিবেদকরা জানান, সকাল থেকেই প্রিজাইডিং কর্মকর্তারা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের অন্য সামগ্রীগুলো বস্তা ভর্তি করে কেন্দ্রে নেন। প্রতিটি টিমের রয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য। ভোটগ্রহণ সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছার পর প্রিজাইডিং কার্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের ভোটার অনুযায়ী বুথগুলো প্রস্তুত করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সিনিয়র সদস্যরা টিমের সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com