শিরোনাম
ভোটগ্রহণ শুরুর আগে ও পরে সভা, মিছিলের ওপর নিষেধাজ্ঞা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:১০
ভোটগ্রহণ শুরুর আগে ও পরে সভা, মিছিলের ওপর নিষেধাজ্ঞা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভোটগ্রহণ শুরু হওয়ার আগে ও পরে সভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


এক তথ্য বিবরণীতে শুক্রবার বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা পূর্ব হতে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘন্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮ ডিসেম্বর ২০১৮ সকাল ৮টা হতে ১ জানুয়ারি ২০১৯ তারিখ বিকাল ৪টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল, শোভাযাত্রা করা যাবে না।


তথ্য বিবরণীতে আরো বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি কোনো হিংস্রতামুলক কাজ বা বিশৃঙ্খলামুলক আচরণ করতে পারবেন না।


এছাড়া কোনো ভোটার বা নির্বাচনী কাজের দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না এবং কোনো অস্ত্র বা জোর প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না।


এতে বলা আরো বলা হয়, কোনো ব্যক্তি উক্ত বিধানাবলী লংঘন করলে তিনি অন্যূন দুই বছর এবং অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com