শিরোনাম
আতঙ্কের নয়, নির্বাচন হবে উৎসবমুখর: সিইসি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৫
আতঙ্কের নয়, নির্বাচন হবে উৎসবমুখর: সিইসি
ছবি: পিআইডি।
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আর মাত্র একদিন আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বললেন, ''নির্বাচন অবশ্যই উৎসবের হবে। আতঙ্কের কিছুই নাই। এ বছরই কেবল ব্যাপক সংখ্যক, সর্বাধিক সংখ্যক, প্রার্থী এবং রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এবং তারা আমরা তো দেখি, আপনাদের টেলিভিশনের মাধ্যমে যে, মানুষ কীভাবে উৎসবমুখর পরিবেশে তারা, রাস্তায় নেমে নিজেদের প্রার্থীদের প্রচার চালায়। সেই অবস্থা বহাল থাকবে, বলবৎ থাকবে।''


শুক্রবার সকালে নির্বাচন ভবনে ফল ঘোষণাকেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


কে এম নূরুল হুদা বলেন, ''নির্বাচনের প্রচারকাজ আজ (শুক্রবার) সকাল ৮টা থেকে বন্ধ। এখন যাঁরা প্রার্থী, প্রার্থীর সমর্থক এবং যাঁরা নির্বাচনে কাজে অংশগ্রহণ করেছেন, তাঁরা কাজ করে যাচ্ছেন এত দিন। এখন তারা আমি আশা করব যে, সুষ্ঠু নির্বাচনের জন্য, যার যার অবস্থানে থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন।''


ভোটারদের নিরাপত্তা প্রসঙ্গে সিইসি বলেন, ''কাউকে কোনো রকমের যেন বাধা-বিপত্তি না দেয়। নিজেদের স্বাধীনমতো যার যার ভোট যাতে দিতে পারেন। সংখ্যালঘুদের প্রতি সবার খেয়াল রাখতে হবে। যাতে স্বাভাবিকভাবে তারা ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে। সবার জন্য নিরাপত্তা, সবার জন্য নিরাপদ অবস্থান, সৃষ্টি করার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে আমি অনুরোধ করব। দেশবাসী, ভোটার তাদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে তার নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে, আবার নিরাপদে বাড়ি যাবেন। সেই প্রত্যাশা করব।''


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com