শিরোনাম
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৬৩৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:২৩
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৬৩৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ সংসদ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধের জন্য ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনায় ৬৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।


প্রশাসন ক্যাডারের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অবশ্যই আগামী ২৭ ডিসেম্বর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করতে হবে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ বিভাগীয় কমিশনারের কাছে যোগ দিতে বলা হয়েছে।


এতে আরো বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা প্রয়োজনীয়তার নিরিখে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন।


আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা।


আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com