শিরোনাম
বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ৭৭৩২ জন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৮, ১১:৩০
বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ৭৭৩২ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্টের (তালিকাভুক্তি) মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।


লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ১৩০ জনের মধ্য থেকে মৌখিক পরীক্ষায় ৭ হাজার ৭৩২ জন পরীক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে। এর ফলে উত্তীর্ণ এসব পরীক্ষার্থীরা নিজেদের আইনজীবী হিসেবে পেশা পরিচালনার সুযোগ পাবেন।


বার কাউন্সিলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে রবিবার সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়।


এর আগে ২০১৭ সালের ২১ জুলাই আইনজীবী অন্তর্ভুক্তির প্রথম ধাপ অর্থাৎ নৈর্ব্যক্তিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অংশ নেন প্রায় ৩৪ হাজার ৩৮৯ শিক্ষার্থী। সেখান থেকে ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য উত্তীর্ণ করা হয়।


পরে ২০১৮ সালের ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর ৪ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৮ হাজার ১৩০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা পরে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করেন।


বিবার্তা/কামরুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com