শিরোনাম
জাহিদ বিপ্লবের মায়ের ইন্তেকাল: জাতীয় নেতাদের শোক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৭
জাহিদ বিপ্লবের মায়ের ইন্তেকাল: জাতীয় নেতাদের শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিবার্তা২৪ডটনেটের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদ বিপ্লবের মা সালমা বেগম (৬০) আজ বৃহস্পতিবার সকাল ১১টায়রাজধানীর শাজাহানপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দেড় মাস আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এছাড়া তিনি কিডনি ও নিউরোলজি রোগে ভুগছিলেন।


মরহুমার মৃত্যুর সংবাদ শুনে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান শা্মসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীরা মরহুমার বাসভবনে ছুটে যান।


বাদ মাগরিব রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া ভূঁইয়া জামে মসজিদে নামাজের জানাজা শেষে তাকে শাজাহানপুর কবরস্থানে দাফন করা হবে। তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।


জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদসহ সাংবাদিক নেতৃবৃন্দের শোক: সালমা বেগমের ইন্তেকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির ভাইস চেয়ারাম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, আওয়ামী লীগের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ পৃথক পৃথক বাণীতে বিপ্লবের মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


পৃথক এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলইসলামআলমগীর সাংবাদিক জাহিদ বিপ্লবের মাতার ইন্তেকালে শোক জানানা এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।


এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বিপ্লবের মায়ের মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক ও সমোবেদনা জানিয়েছেন।


বিবার্তা/ওরিন/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com