শিরোনাম
প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৮
প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ রবিবার। আজ বিকাল ৫টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীবে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত বার্তাবাহকের মাধ্যমে তা প্রত্যাহার করতে পারবেন।


এরপর আগামীকাল সোমবার রিটার্নিং অফিসাররা ৩০০ আসনের বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন। এরপরই শুরু হবে আনুষ্ঠানিকভাবে প্রচার।


তবে গত কয়েকদিনে অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।


ইসির নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আজ বিকালের মধ্যে বৈধ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের চিঠি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে। কেননা বর্তমানে একটি আসনে রাজনৈতিক দল বা জোটের একাধিক বৈধ প্রার্থী রয়েছেন।


গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো নির্দিষ্ট আসনে রাজনৈতিক দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলেও আজকের মধ্যে তাদের চূড়ান্ত প্রার্থী কে তা জানিয়ে দিলে অন্যদেরটা আপনা-আপনি বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে প্রত্যাহারের প্রয়োজন পড়বে না। তবে স্বতন্ত্র প্রার্থী বা রাজনৈতিক দলের শরিকদের কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হবে।


নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহের আগে কোনো প্রার্থী, দল বা তার পক্ষে কেউ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। আজ সেই তিন সপ্তাহের বাধ্যবাধকতা শেষ হচ্ছে। ফলে সোমবার থেকে নির্বাচনে প্রচারের পথ উন্মুক্ত হচ্ছে।


নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের ২১ দিন আগে প্রার্থীরা প্রচার শুরু করতে পারেন। ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com