শিরোনাম
আপিল শুনানিতে মনোনয়ন বৈধ হলো যাদের
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:২৪
আপিল শুনানিতে মনোনয়ন বৈধ হলো যাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইপর্বে যাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল, তাদের আপিলের শুনানিতে অনেকেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


এখন পর্যন্ত যাদের বৈধ হয়েছেন তারা হলেন, পটুয়াখালী-৩ আসনে গোলাম মওলা রনি, ঢাকা-২০ আসনে তমিজ উদ্দিন, বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টন, কিশোরগঞ্জ-২ আসনে মেজর (অব.) আখতারুজ্জামান।


আরো আছেন ঝিনাইদহ-২ আসনে মোহাম্মদ আব্দুল মজিদ, সাতক্ষীরা-২ আসনে মোহাম্মদ আফসার আলী, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার শামীম, মাদারীপুর-১ জহিরুল ইসলাম মিন্টু।


সিলেট-৩ আব্দুল কাইয়ুম চৌধুরী, জয়পুরহাট-১ ফজলুর রহমান, মানিকগঞ্জ-২ মোহাম্মদ আবিদুর রহমান খান, সিরাজগঞ্জ-৩ মোহাম্মদ আইনাল হক, গাজীপুর-২ মোহাম্মদ মাহবুব আলম, ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে ইসি।


বৃহস্পতিবার সকাল থেকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন রাজধানীর আগারগাঁওয়ের ইসি ভবনে স্থাপিত এজলাসে সকাল ১০টা থেকে আপিল শুনানি চলছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com