শিরোনাম
দ্বিতীয় দিনের শুরুতেই ইসিতে ৪৫ জনের আপিল
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:২৬
দ্বিতীয় দিনের শুরুতেই ইসিতে ৪৫ জনের আপিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দ্বিতীয় দিনের শুরুতেই ৪৫ জন আপিল করেছেন।


মঙ্গলবার সকালে মনোনয়নপত্র বাতিল হওয়া এসব প্রার্থী ইসিতে আপিল করেন। ৫ ডিসেম্বর পর্যন্ত ইসিতে আপিল আবেদন জমা দেয়া যাবে। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আবেদন নিষ্পত্তি করবে ইসি।


প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল ৯টার আগেই আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্ত্বরে এসে ভিড় জমাতে শুরু করেন সংক্ষুব্ধ প্রার্থীরা।


আপিল গ্রহণের দ্বিতীয় দিনে আপিল গ্রহণের জন্য আটটি বুথ স্থাপন করেছে ইসি। প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে। প্রার্থী বা তার মনোনীত প্রতিনিধিরা কমিশন চত্বরের বুথে আপিল দায়ের করছেন।


কমিশনের দেয়া তথ্য মতে, দ্বিতীয় দিনে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪৫টি আপিল দায়ের হয়েছে। এর আগে সোমবার সারা দিনে আপিল করেন ৮৪ জন।


বুধবার আপিল কার্যক্রম শেষ করে ইসি বৃহস্পতিবার থেকে তিনদিন আপিলগুলোর শুনানি করবে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে আগারগাঁওস্থয়ে নির্বাচন ভবনে এ শুনানি অনুষ্ঠিত হবে।


এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আগ্রহীদের আপিল নিরপেক্ষভাবে নিস্পত্তি করবে কমিশন। যারা আপিল করেছেন, তাদের আপিল আইন অনুযায়ী ও নিরপেক্ষভাবে নিস্পত্তি করা হবে।


বিবার্তা/জাকিয়া


>>প্রথম দিনে ইসিতে ৮২ জনের আপিল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com