শিরোনাম
প্রথম দিনে ইসিতে ৮২ জনের আপিল
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:২৪
প্রথম দিনে ইসিতে ৮২ জনের আপিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) সোমবার প্রথম দিনে ৮২ জন আপিল করেছেন।


মনোনয়নপত্র বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং ২ হাজার ২৭৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এই ৮২ জন নির্বাচন কমিশনে আপিল করেন।


আপিলকারীদের মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী মীর নাছির, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি।


অন্য আপিলকারিদের মধ্যে রয়েছেন- ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবাব মোহাম্মদ শামছুল হুদা, বগুড়া-৭ আসনের খোরশেদ মিলটন, খাগড়াছড়ির আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদাহ-১ আসনের আব্দুল ওয়াহাব, ঢাকা-২০ আসনের তমিজউদ্দিন, সাতক্ষীরা-২ আসনের মোহাম্মদ আফসার আলী, কিশোরগঞ্জ-২ আসনের মোহাম্মদ আখতারুজ্জামান, চাপাইনবাবগঞ্জ-২ আসনের মোহাম্মদ তৈয়ব আলী, মাদারীপুর-৩ আসনের মোহাম্মদ আব্দুল খালেক, দিনাজপুর-২ আসনের মোকারম হোসেন, ঝিনাইদাহ-২ আসনের লেফটেন্যান্ট (অব.) আব্দুল মজিদ, দিনাজপুর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম, জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার, পটুয়াখালী-৩ আসনের মোহাম্মদ শাহাজাহান, পটুয়াখালী-১ আসনের মোহাম্মদ সুমন, দিনাজপুর-১ আসনের পারভেজ হোসেন, মাদারীপুর-১ আসনের জহিরুল ইসলাম মিন্ট, সিলেট-৩ আসনের কাইয়ুম চৌধুরী, ঠাকুগাঁও-৩ আসনের এসএম খলিলুর রহমান ও জয়পুরট-১ আসনের মোহাম্মদ ফজলুর রহমান ও বগুড়া-৪ আসনের হিরো আলম।


৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেয়া যাবে। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।


আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ।


এদিকে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে আওয়ামী লীগের তিনটি, বিএনপির ১৪১টি, জাতীয় পার্টির ৩৮টি এবং স্বতন্ত্র প্রার্থীর ৩৮৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।


৩০০ আসনের মনোনয়নপত্র বাছাই শেষে সোমবার দলভিত্তিক ও স্বতন্ত্র প্রার্থীদের এ তথ্য মিলেছে।


ইসি কর্মকর্তারা জানান, বাছাইয়ে বৈধভাবে মনোনীত প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ২৭৮ জন, বিএনপির ৫৫৫ জন ও জাতীয় পার্টির ১৯৫ জন রয়েছেন।


মনোনয়নপত্র বাছাইয়ের পর ৩৯টি আসনে আওয়ামী লীগের এবং ১০টি আসনে বিএনপির কোনো প্রার্থী নেই। বাছাইয়ে নতুন করে আওয়ামী লীগের তিনটি ও বিএনপির পাঁচটি আসন ফাঁকা হয়েছে।


বিবার্তা/জাকিয়া


>>ইসিতে ২২ জনের আবেদন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com